Asim Deb Writings

ক্যামেলদার রেল যাত্রা

ক্যামেলদার রেল যাত্রা

কলেজে তিনদিন পরপর ছুটি। শুক্রবারে একটা ছুটি আছে, কিন্তু কেন ছুটি সেই কারণটা ক্যামেলদা জানে না। আর শনিবারটা কাটিয়ে দিলে রবিবার তো এমনিতেই ছুটি। ক্যামেলদার ইচ্ছে, হোস্টেলের কয়েকজন মিলে তিনদিন কোথাও ঘুরে আসে। সব্বাইকে ডেকে ডেকে ধরছে, চল কোথাও একটা ঘুরে আসি। সত্যজিৎ এক কথায় রাজি। তাঁর সাথে হেগো, সোডা, গোবদা, সাতমাস আর বকু। সব মিলিয়ে সাত’জন।

Asim Deb

Add comment