Asim Deb Writings

ছেলে কার?

ছেলে কার?

সংযমী মাস তিনেক হলো গুজরাটের আনন্দ শহরে নতুন চাকরি নিয়ে এসেছে। আনন্দ ছোট শহর, মাত্র হাজার চল্লিশ লোকের বাস। খালি বাড়ি ভাড়ার জন্য পাওয়া কঠিন। অফিস থেকে ব্যাচেলর’স হস্টেল দেয় না। সম্প্রতি সাতজনে মিলে, সকলে একই অফিসের, একটা বড় বাড়ি ভাড়া নিয়ে আছে। সংযমী একমাত্র বাঙালী, আর সবাই ভারতের ভিন্ন প্রদেশের।

Asim Deb

Add comment