Asim Deb Writings

সত্যজিৎ প্রীতম

সত্যজিৎ প্রীতম

প্রীতম যখন সুদুর উত্তর প্রদেশের সাহারানপুরের গ্রাম থেকে শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলো, তার কিছুদিন আগেই সে জেনেছে যে তাঁর বয়স পনেরো। আগে সে জানতো না তাঁর বয়স কত। জানলো যখন সে এগারো ক্লাসের পাঠ শেষ করে বোর্ডের পরিক্ষ্যা দিয়ে কলেজে ভর্তি হবে। ওকে কেউ কোনোদিন ওর বয়স নিয়ে প্রশ্ন করেনি, কিন্তু স্কুলের মাস্টারমশাই জানালেন বোর্ডের পরিক্ষ্যায় বসতে হলে এডমিট কার্ডে বয়স লিখতে হয়। প্রীতম জন্মদিনটা জানে, ওইদিন গ্রামে দিওয়ালীর মেলা হয়েছিলো, তবে কোন বছর সেটা জানেনা। সেইদিন প্রীতমের এডমিট কার্ডের ফর্ম জমা হোলো না। অনেকেরই হয়নি। মাস্টারমশাই বলে দিয়েছিলেন বাড়ি গিয়ে বাবা মার থেকে জেনে নিয়ে আগামীকাল ফর্ম জমা করলেও চলবে।

Asim Deb

Add comment